আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প

ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৮ জুলাই) রাত ১২টা ৫৩ মিনিটে পোর্ট ব্লেয়ারের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১২টা ৫৩ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

আরও পড়ুন: ১৬ মিনিটে তিন দফায় ভূমিকম্পে কাঁপল জয়পুর

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

এর আগে, এপ্রিল মাসে মিজোরাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্য়াম্পবেল বে এলাকা পর পর দু’বার ভূমিকম্পে কেঁপে ওঠে। ওই সময় ক্য়াম্পবেল বে-তে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪ দশমিক ৬। মিজোরাম কেঁপে উঠেছিল ৪ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পে।