মাহফুজের দুঃখ প্রকাশ

নব্বই দশকের দুই জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জাহিদ হাসানের প্রতি ক্ষোভের কথা জানিয়েছিলেন মাহফুজ। হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করতে গিয়ে অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। মাহফুজ বলেন, হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে চরিত্রটি করেছে সেটা নিয়ে আগে আমার সঙ্গে কথাবার্তা ফাইনাল ছিল। এরপর স্ত্রী’র সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় যাই। পরে শুনি চলচ্চিত্রটিতে ফেরদৌস যে চরিত্রটা করেছে, সেটাতে আমাকে নির্বাচন করা হয়েছে। কিন্তু আমি বলেছি এ চরিত্রে কাজ করবো না। হুমায়ূন আহমেদ কখনো ভাবতেও পারেননি আমি ‘না’ করবো। এরপর আমি আর তার কাছে যাইনি। পরে জানতে পারি, জাহিদ ছাগল জবাই করে হুমায়ূন আহমেদকে খাইয়েছেন।

তার বিনিময়ে দাবি করেছেন, এই চরিত্রটা আমি করবো (যেটার জন্য আমি চূড়ান্ত ছিলাম)।
অভিনেতা আরও বলেন, জাহিদ আমাকে বলতে পারতো মাহফুজ, এই চরিত্রটা আমি করবো। তার কথা বাদ দিলাম। হুমায়ূন আহমেদও তো আমাকে ডেকে বলতে পারতেন মাহফুজ, তোমাকে যে চরিত্রের কথা বলেছি সেটা জাহিদ করতে চায়। আমি হয়তো নিষেধ করতাম না। পরে নিজের এই বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মাহফুজ। তিনি বলেন, আসলে স্মৃতিচারণ করার জন্য কিছু কথা বলেছি। স্মৃতিতে তো কিছু সত্য চলে আসে। তবে কাউকে দুঃখ দেয়া বা ছোট করার ইনটেনশন থেকে আমি এটা বলিনি। আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আসলে বুঝতে পেরেছি কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি। আমি ভুল করেছি, সেজন্য জাহিদের মোবাইলে মেসেজ পাঠিয়ে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। এখন জাহিদ আমাকে ক্ষমাও করতে পারে, আছাড়ও (প্রতিশোধ) মারতে পারে। গেল কোরবানি ঈদে মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমা মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে ৮ বছর বছর পর পর্দায় ফিরেন তিনি। ছবিটির মাধ্যমে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।