চন্দ্রঘোনায় ভাইকে বাঁচাতে এক বোনের আকুল আবেদন

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় বসবাসরত এক বোন তার অসহায় দিনমজুর ভাইকে বাঁচাতে বিত্তশালীসহ সকলের নিকট আর্থিক সহায়তার আবেদন করেছেন।   জরুরী ভাবে ভাইয়ের চিকিৎসা করাতে না পারলে তার একমাত্র ভাইটির বেঁচে থাকা নিয়ে তিনি শংকিত। যেকোন সময় একটি দূর্ঘটনা ঘটার আশংকা করছেন তিনি। আবেদনকারী বোন পারুল আক্তার জানান, বেশ কিছুদিন আগে থেকে আমার একমাত্র দিনমজুর ছোট ভাই মোঃ নূর নবী (৪৮) শাররীক ভাবে অসুস্থ হয়ে পড়ে। বার বার বুকে ব্যথা অনুভব করতে থাকে। জরুরীভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ খুরশিদ আলমের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর তার ভাইয়ের হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। চিকিৎসক দ্রুত তার হার্টের রিং লাগানো সহ প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা ব্যয় হতে পারে। পারুল আক্তার আরও জানান, তিনি নিজেও স্বামীহারা অসহায় নারী। অসহায় ছোট ভাই নুর নবীর স্কুল, কলেজ পড়ুয়া ৩ সন্তান, স্ত্রীসহ ৫ জনের সংসার। রিক্সা চালিয়ে খেয়ে না খেয়ে কোন মতে সংসার এবং সন্তানদের লেখাপড়া চালাতে হিমসিম খেতে হচ্ছে তাকে। তার উপর এমন বড় অসুখের চিকিৎসা ব্যয় মিটানো কোন ভাবেই তার পক্ষে সম্ভব নয়। এখন প্রায় দিনই তার ভাইয়ের বুকে ব্যথা উঠে। তখন সে ছটপট করতে থাকে। এমতাবস্থায় একমাত্র ছোট ভাইয়ের বিপদে বসে থাকতে পারেননি তিনি। ভাইয়ের হার্টের চিকিৎসা সহায়তার জন্য জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তার এই আবেদন পত্রে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন সুপারিশ করেছেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি তার চিকিৎয়ায় আর্থিক সহায়তা করতে চাইলে পারুল আক্তারের মোবাইল নাম্বার ০১৮৭৭-২০৭২৭৬(বিকাশ) ও মোঃ নুর নবী ০১৮১৩-৮৫৬৩৪৯ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন তিনি।