খেলোয়াড়দের অসুস্থতায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ বাতিল বার্সেলোনার

আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে স্প্যানিশ লা লিগার নতুন সিজন। তার আগে প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফর করছে বার্সেলোনা। এই সফরে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ব্লাউগ্রানাদের। খেলোয়াড়দের অসুস্থতার কারণে সূচি অনুসারে জুভেন্টাসের বিপক্ষে প্রথম ম্যাচটিই বাতিল করতে হলো কাতালানদের।

আজ সকাল সাড়ে আটটায় ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনা ও জুভেন্টাসের। কিন্তু বার্সার প্লেয়াররা হঠাৎ অসুস্থ হওয়ায় ম্যাচটি বাতিল করতে হয়। বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে, লেভিস স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে সকার চ্যাম্পিয়নস ট্যুরের আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। দলের উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র চাওয়া খেলোয়াড়েরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটা খেলোয়াড়, দল এবং সমর্থকদের জন্য কঠিন সময়।’

ঠিক ক’জন অসুস্থ হয়েছেন, সে বিষয়ে কিছু জানায়নি বার্সেলোনা। তবে দলের একটি সূত্র ক্রীড়া মাধ্যম ইএসপিএনকে জানিয়েছে, বার্সার ১৪ জন খেলোয়াড় পেটের পীড়ায় ভুগছেন। তবে কারা অসুস্থ হয়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

বার্সেলোনা-জুভেন্টাসের দ্বৈরথ দেখতে যারা টিকিট কেটেছিলেন, তাদের সেই অর্থ ফেরত দেয়া হবে।

নির্ধারিত ম্যাচ বাতিলের জন্য কোনো জরিমানা করা হলে, বিমা কোম্পানি সেটি বহন করবে। আগামী ২৭শে জুলাই সকার চ্যাম্পিয়নস ট্যুরের দ্বিতীয় ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করতে সমর্থকদের আহ্বান জানিয়েছে ব্লাউগ্রানারা। বার্সার বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনা সমর্থকদের ম্যাচ দেখতে আসার ব্যাপারে উৎসাহিত করতে চায়। আমরা চাই আর্সেনালের বিপক্ষে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামের ম্যাচটি যেন তারা উপভোগ করে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচটা এগিয়ে নেয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
এরপর ২৯শে জুলাই প্রস্তুতির মোড়কে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সকার চ্যাম্পিয়নস ট্যুরের চতুর্থ এবং শেষ ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। ২রা আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর আগামী ১৩ই আগস্ট হেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগার ২০২৩-২৪ মৌসুম শুরু করবে বার্সেলোনা।