‘১৭ বছরের বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা’

চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে তার গানের ক্যারিয়ার শুরু হয়েছিল। এরপর ধীরে ধীরে স্টেজ ও নতুন গানে মনোযোগী হয়েছেন তিনি। চলতি সময়ের শিল্পীদের মধ্যে নতুন গানে সর্বাধিক ব্যস্ত সালমা। গানে গানে ১৭ বছর পাড়ি দেয়া হয়েছে। এই সময়ের প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি কি বলে মনে করেন? সালমা উত্তরে বলেন, প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়েই জীবন। তবে আমার ছোট জীবনে প্রাপ্তির পাল্লাই বেশি। ১৭ বছরের বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। কারণ সারা জীবনেও এই ভালোবাসা পাওয়া যায় না অনেক সময়। আর আমাকে সেই ছোট সালমা থেকে এখন পর্যন্ত মানুষ যে ভালোবাসা দিয়ে আসছে তাতে আমি আজীবন কৃতজ্ঞ তাদের কাছে।

সালমা আরও বলেন, আমার এখন কোনো চাওয়া-পাওয়া নেই।
আল্লাহ্‌ আমাকে যথেষ্ট দিয়েছেন। আসলে চাওয়া-পাওয়া না থাকলেই জীবনটা সুন্দর। আমি সেই সুন্দর জীবনের মাঝেই নিজেকে রাখতে চাই। সালমা নিজের গানের ক্যারিয়ারে ৫ হাজার গান করার পরিকল্পনা করেছেন। এরইমধ্যে হাজারের কাছাকাছি গান হয়েছে তার। নিজের ইচ্ছা প্রসঙ্গে এ গায়িকা বলেন, আমি অনেক গান করতে চাই। হয়তো একটা সময় গান করবো না। কিন্তু যতদিন করি অনেক কাজ করতে চাই। অনেক গীতিকবি ও সুরকারদের সঙ্গে গান করতে চাই। গানে ভ্যারিয়েশন চাই। এরইমধ্যে সেরকম কাজ করছিও। সামনেও এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌।