মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিকতা সাড়লেন মেসি

সবকিছুই নিশ্চিত ছিল অনেক আগে থেকেই। কাগজের চুক্তিটাই ছিল কেবল বাকি। এবার সেটাও হয়ে গেলো। আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।গতকাল মধ্যরাতে চুক্তির বিষয়ে নিশ্চিত করে মিয়ামি। সেখানে ক্লাবের মালিকপক্ষ থেকে ডেভিড বেকহাম বলেন, “১০ বছর আগে আমি যখন নতুন একটি দল গড়ার পথে যাত্রা শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে গ্রেট সব খেলোয়াড়দের চমৎকার এই শহরে নিয়ে আসার স্বপ্ন দেখি আমি।” মেসির মিয়ামিতে যোগ দিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইংল্যান্ডের সাবেক এউ ফুটবলার।

২০২২-২৩ মৌসুম শেষের আগেই পিএসজিতে মেসির বিদায় নিশ্চিত হয়ে যায়। যদিও চুক্তি অনুযায়ী ক্লাবটিতে আরও এক বছর থাকতে পারতেন, তবে পথে হাটেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

গত মঙ্গলবার মিয়ামিতে যান মেসি। আজ ক্লাবের আঙিনা ফোর্ট লডারডেইলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বিশেষ একটি আয়োজনে মেসিকে বরণ করে নেবে ইন্টার মায়ামি। আগামী ২১ জুলাই, লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেনি মেসি।