“রবীন্দ্রনাথ আমাদের চেতনা ও সংস্কৃতির উৎস”

প্রমিতি সাংস্কৃতিক একাডেমি ‘র আয়োজন “রবীন্দ্রনাথ আমাদের চেতনা ও সংস্কৃতির উৎস” আজ হাটহাজারীর চৌধুরী হাট, মর্নিং ডিউ স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী স্যার অতিথি তাঁর ব্যক্তবে বলেন রবীন্দ্রনাথ বহুমাত্রিক মানুষ, আমাদের কাছে আশ্রয় এবং বাঙালির জীবন বৃক্ষ । তিনি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়িকে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে তোলা করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ হিসাব নিয়ামক জনাব মাসুদুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সাজু মল্লিক।
একক আবৃত্তি করেন- অর্পিতা , অদ্রি , রাত্রি ,অয়ন , শ্রীর্পনা , মৃন্ময়ী , সুদীপ্ত, হোসাইন ইলিয়াস, মোঃ নুরুল আবছার,সীমা,অর্থি,অঙ্কিতা, লিয়ানা।
দ্বৈত আবৃত্তি করেন – সীমা দে ও অর্পিতা চৌধুরী।  নৃত্য পরিবেশেন করেন- অদ্রি দে, সংগীত পরিবেশন করেন – ফিওনা চক্রবর্তী
অনুষ্ঠানে  সার্বিক সহযোগিতা  করেছেন  মর্নিং ডিউ স্কুলের পরিচালক রাশেদুল আলাম ও এস.এম আসাদ।
ইকবাল হোসেন জুয়েল এর সঞ্চালনায় আরোও  উপস্থিত ছিলে -মনজুর মোর্শেদ, বাহাদুর আলম, উমর ফারুক প্রমুখ।