নানুপুরে আ’লীগের দু’গ্রুপে গোলাগুলি: আহত ৬

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজলার নানুপুর বাজারে আ’লীগের দু’গ্রুপের গুলাগুলির ঘটনায় ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (১০ডিসেম্বর) রাত ৮ টার সময় নানুপুর কালু মুন্সির হাটে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যায় ধর্মপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাজি মাহমুদুল হকের বাড়িতে কিছু যুবক গালি গালাজ ও হামলা চালাতে গেলে, তাৎক্ষণিক মাহমুদ চেয়ারম্যান ফোনে এটিএম পেয়ারুল ইসলামের সমর্থকদের অবহিত করেলে তারা আজাদী বাজারে এসে চতুরমূখী অবস্থান নিয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর নেতৃত্বে কর্মীরা প্রতিবাদ মিছিল করেন।
পরে রাত ৮টায় নানুপুর বাজারে অন্য এক গ্রুপ নৌকার সমর্থনে একটি মিছিল বের করেন, মিছিলটি বাজার পদক্ষিণ শেষে বাজারের উত্তর মাথায় গেলে স্কুল শপিং সেন্টারের সামনে অবস্থানরত নাজিম উদ্দীন মুহুরীর কর্মীদের সাথে সংঘর্ষে লেগে যায়। এতে উভয় গ্রুপের ৬জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।
আহতদের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতরা হলেন- মোঃরাশেদুল আলম, সৈয়দ এমদাদ (৫৬), মোঃ আজম (২৬), মোঃ কাঁকন (২৭), সৌরভ হোসেন (২৫), আব্দুল কুদ্দুস (৫০)।

ঘটনার পরপরই বাজারের সকল দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এই রিপোর্ট লেখা (রাত ১০টা)পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।