পাহাড়ী উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও রেশম গবেষণা কেন্দ্রের অবদান শীর্ষক সেমিনার

‘পাহাড়ী আবহাওয়া উপযোগী প্রযুক্তি উদ্ভাবনে আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের কার্যক্রম ও অবদান’ শীর্ষক এক সেমিনার শুক্রবার(২১ জুন)  চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষন ইনষ্টিটিউট, রাজশাহীর পরিচালক মোঃ মুনসুর আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। বক্তব্য রাখেন চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোঃ আব্দুল আলিম।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্র,রাজশাহীর উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা আফতাব উদ্দিন,হিসাবরক্ষন কর্মকর্তা আবু তালেব, সহকারী প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, অফিস তত্ত্বাবধায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। সেমিনারে বিপুল সংখ্যক চাষী অংশ গ্রহণ করেন।
   বক্তারা পাহাড়ী আবহাওায়া উপযোগী উচ্চফলনশীল তুঁতজাত ও রেশমকীট জাত  এবং রেশম সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবন করে পাহাড়ী অঞ্চলে রেশমচাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। যা ভবিষ্যতে এ অঞ্চলের মেহেনতি মানুষের কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।