কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিক ও কর্মচারীলীগ (সিবিএ) এর সহসভাপতি রূপন কান্তি দাশের শোকসভা আজ রোববার বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন।সিবিএ’র ভারাপ্রাপ্ত সভাপতি জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় শোকসভায় আরো বক্তব্য রাখেন-মো. ইয়াছিন, বিপ্লব কুমার চৌধুরী, আবুল মাসুদ, কল্লোল দাশ বাপ্পী, ফরিদ আহমদ, ওয়ালিদুল আজিম সোহেল, মো. শফি, আবু তাহের, যোগেশ দাশ, পুলক দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, মানুষ তার কর্মের মাঝে বেচেঁ থাকে। রূপন দান একজন সৎ ও নিষ্ঠাবান কর্মচারী ছিলেন। কর্মক্ষেত্রে তিনি সহকর্মীসহ সেবাগ্রহীতাদের সাথে যে সুন্দর ব্যবহার করেছেন তা সবার জন্য অনুকরনীয়। তিনি তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।