নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসক-কর্মকর্তা নেই!

রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নের নোয়াজিশপুর ঈশা খা দিঘির পাড়ে অবস্থিত নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র । নোয়াজিশপুর, নদীম পুর, ফতেহ নগর, চিকিদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, গহিরা ইউনিয়নের দলই নগর এলাকার দরিদ্র পরিবারের সদস্যরা রোগে আক্রান্ত হলে নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে আসে । নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোসলেমা আকতার দীর্ঘদিন ধরে মাতৃত্বকালীন ছুঠিতে রয়েছে । নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত অপর চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুমেরো দেওয়ান গত ২২ নভেম্বর চাকুরী থেকে অবসর নিয়ে চলে গেছেন । নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে রুপালী বড়–য়া নামে একজন এম এল এস এস রয়েছে । নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসক না থাকায় এলাকার দরিদ্র পরিবারের সদস্যরা রোগে আক্রান্ত হয়ে নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত এম এল এস এস রুপালী বড়–য়ার কাছ থেকে তাদের রোগের কথা বলে ঔষধ নিয়ে যেতে দেখা যায় । নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসক না থাকায় এলাকার দরিদ্র জনগোষ্টি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ছে । এব্যাপারে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে, উপজেলা স্¦াস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান দায়িত্বরত চিকিৎসক মোসলেমা আকতার মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে । উপ সহকারী কমিনিউট মেডিকেল অফিসার সুমোরো দেওয়ান অবসরে চলে গেছেন । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আর একজন চিকিৎসক দিয়েছেন । এলাকার লোকজন অভিযোগ করে বলেন নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এম এল এস এস রুপালী বড়–য়া ব্যতিত আর কোন চিকিৎসক এখনো আসেনি ।