চবি শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়েরমাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার-কে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করায় ১৬ জুন ১২ টায় উপাচার্যের রুটিন দায়িত্ব প্রাপ্ত মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্ল্যাহ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জনকুমার চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ আলীআরশাদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক ড. মোহাম্মদ সাইদুলইসলাম (সোহেল), সদস্য-প্রফেসর ড. রনজিতকুমার চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, প্রফেসর ড. বকুল চন্দ্র চাকমা, ড. ইকবাল আহমেদ এবং মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপাচার্যেররুটিন দায়িত্বপ্রাপ্তমাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণআখতারচবিশিক্ষকসমিতির নেতৃবৃন্দকেআন্তরিকভাবে স্বাগতজানান। তিনি বিশ্ববিদ্যালয়েরশিক্ষা-গবেষণারসুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দেরআন্তরিকসহযোগিতাকামনাকরেন। শিক্ষকসমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরওগতিশীল করতে তাঁদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।