‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং জাহানারা ইমামের আন্দোলন’

‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং জাহানারা ইমামের আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা ৪ মে

একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের পুরোগামী নেতা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদজননী জাহানারা ইমাম-এর ৯৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং জাহানারা ইমামের আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা ৪ মে, বৃহষ্পতিবার, বিকেল ৫টায়, চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায় চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান। সংগঠনের চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে প্রধান বক্তা থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি। এতে সংগঠনের এবং জাগরণ-এর জেলা ও উপজেলা শাখা সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নগর আওয়ামী লীগ নেতা মো. অলিদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, শহীদ জননী জাহানারা ইমাম জন্মেছেন ১৯২৯ সালের ৩ মে। ২০১৯ সাল থেকে বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশে তাঁর জন্মবার্ষিকী উদ্যাপিত হয়ে আসছে।