রাউজানের নিউজ

রাউজানে থেমে নেই পুকুর জলাশয় ওকৃষি জমি ভরাট  

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর জলাশয় ভরাট করে নির্মান করা হচ্ছে ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্টান । একই সাথে কৃষি জমি ভরাট করে ও নির্মান করা হচ্ছে ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্টান । সরকার পুকুল জলাশয় ভরাট ও কৃষি জমি ভরাট করে ঘরবাড়ী নির্মান করা নিষেধ করলে ও সরকারের নির্দেশনাকে অমান্য করে প্রতিনিয়ত চলছে পুকুর জলাশয় ভরাট করে ঘরবাড়ী ব্যবসা প্রতিষ্টান নির্মান করছে। রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি ভরাট করে ও নির্মান করা হচ্ছে পাকা ভবন ও ব্যবসা প্রতিষ্টান । পুকুর জলাশয় ভরাট করায় রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের এম জে স্কোয়ারের পাশে পুকুর ভরাট করায় রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম অভিযান চালিয়ে ৫গ হাজার টাকা জরিমানা আদায় করেন । রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকায় পুকুর ভরাট করায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম । সম্প্রতি রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিন হিংগলা এলাকায় পানি প্রবাহের জায়গা কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মান করায় রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন । রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর সৎসঙ্গ বিহার কমপ্লেক্সের সামনে শত বৎসরের পুরাতন একাটি পুকুরের একাংশ মাটি ভরাট করে সুভাষ পালিত প্রকাশ ফার্ম সুভাষ পাকা ঘর নির্মান করছে । একই এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের দক্ষিন পাশে জনি নামের এক ব্যক্তি শ্মশান উন্নয়নের নাম দিয়ে ব্যানার টাঙ্গিয়ে শত বৎসরের পুরাতন একটি পুকুর মাটি দিয়ে ভরাট করে নির্মান করছে পাকা ভবন । রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান মাঝি পাড়া এলাকায় হজরত ওয়ালী শাহ মাজারের পাশে শত বৎসরের পুরাতন পুকুর ভরাট কাজ চলছে । রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের রাম বাজারের পাশে কে আর কনভেনশন কমিনিউটি সেন্টারের উত্তর পাশে শত বৎসরের পুরাতন একটি পুকুর ভরাট করে পশ্চিম গুজরা মগদাই এলাকার প্রকৌশলী নেজাম পাকা ভবন নির্মান করছে । একই স্থানে পুকুর ভরাট করে আজিজুর রহমান নামে এক ব্যক্তি ঘর নির্মান করার জন্য প্রস্তুত রেখেছে । পশ্চিম গুজরা ইউনিয়নের রাম বাজারের পুর্ব পাশে শীল পাড়ায় নাপিতের পুকুর থেকে এসকেভেটার দিয়ে গভীর ভাবে মাটি খনন করে পুকুর কাটা মাটি পুকুরের পাড় না বেধে ড্রাম ট্রাক দিয়ে কৃষি জমি ভরাট কাজে বিক্রয় করেছেন মাটি খেকোরা । রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের কলমপতি দক্ষিন হিংগলা, ডাবুয়া বাইন্যার হাট, পশ্চিম ডাবুয়া, লাঠিছড়ি, হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, গর্জনিয়া, হচ্ছার ঘাট, র্পুব ডাবুয়া, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, নোয়াজিশপুর ইউনিয়নের ইছা খা দিঘির উত্তর পুর্বে সর্তার খালের পাশে কৃষি জমি ভরাট করে নির্মান করা হচ্ছে পাকা ভবন । রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম কচুখাইন, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচখাইন, কোয়ে পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, মহামুনি শেখ পাড়া, কদলপুর ইউনিয়নের ভোমর পাড়া, শমশের পাড়া, মাধ্যম কদলপুর, উরকিরচর ইউনিয়নের হার পাড়া, আবুর খীল, খলিফার ঘোনা, র্পুব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া, আধার মানিক, পশ্চিম আধার মানিক, হোয়ারা পাড়া, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, জাম্বইন, পশ্চিম, বিনাজুরী, পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, কাগতিয়া, মগদাই, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতোয়ালী ঘোনা, রাউজান পৌরসভার মোবারক খীল, দক্ষিন গহিরা, পুর্ব গহিরা, পশ্চিম সুলতানপুর, সুলতানপুর কাজী পাড়া, সন্দ্বীপ পাড়্,া বণিক পাড়া, বাচা মিয়ার দোকান, সুলতানপুর বড় বাড়ী পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া, ছত্রপাড়া, দলিলাবাদ, সাহানগর, সাপলঙ্গা, ঢেউয়া পাড়া এলাকায় কৃষি জমি ভরাট করে নির্মান করছে পাকা ঘর ও ব্যবসা প্রতিষ্টান । সরেজমিনে পরিদর্শন কালে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রাউজানের নোয়াপাড়া পথের হাট বাজার, পাহাড়তলী চৌমুহনী, উনসত্তর পাড়া, রাউজান পৌরসভার পশ্চিম সুলতানপুর, দাইয়ার ঘাটা, সুলতানপুর ছিটিয়া পাড়া, দাশ পাড়্,া মুনির ঘাটা, রাউজান উপজেলা ডাকঘরের পাশে, রাউজান ফকির হাট বাজারের পশ্চিম পাশে, ছত্র পাড়া, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইন্যা পুকুর রুদ্র পাড়া, হলদিয়া আমির হাটের দক্ষিন পাশে অর্ধশতাধিক পুকুর ভরাট করে নির্মান করা হয়েছে ব্যাণিজ্যিক প্রতিষ্টান ও আবাসিক ভবন । পুকুর জলাশয় ভরাট করায় রাউজানে দিন দিন কমছে পুকুর জলাশয়ের সংখা। কৃষি জমি ভরাট করে ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্টান নির্মান করায় কমছে কৃষি জমি । রাউজানে পুকুর জলাশয় ভরাট ও কৃষি জমি ভরাট কাজে রাউজানের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মাটি খেকো সিন্ডিকেট । মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা রাউজানের পাহাড়ী এলাকা থেকে পাহাড় ও টিলা কেটে পাহাড়ী এলাকার কৃষি জমি থেকে এসকেভেটার দিয়ে মাটি খনন করে ড্রাম টাক করে পুকুর জলাশয় ভরাট ও কৃষি জমি ভরাট কাজে মাটি সরবরাহ করে আসছে । অপর দিকে রাউজানের বিভিন্ন এলাকায় খাল খনন করে খাল খনন করা মাটি দিয়ে খালের পাড় না বেধে খাল খনন করা মাটি কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট কাজে বিক্রয় করে আসছে । রাউজানের বিভিন্ন এলাকার ভরাট হয়ে যাওয়া পুকুর জলাশয় খনন করে পুকুর কাট মাটি ড্রাম ট্রাক করে কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট কাজে বিক্রয় করে আসছে । সরকারী নির্দেশের পাশাপাশি রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী কৃষি জমি ভরাট ও পুকুর জলাশয় ভরাট করা নিষেধ করে। সরকারের নির্দেশ ও সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশকে অমান্য করে রাউজানের বিভিন্ন এলাকায় গড়ে উঠা মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট কাজে প্রতিনিয়ত ড্রাম ট্রাক করে মাটি বিক্রয় করে আসছে । রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার প্রকৌশলী নেজাম ঐ ইউনিয়নের রাম বাজারের পাশে পুকুর ভরাট করে ভবন নির্মান করা প্রসঙ্গে জানতে চাইলে, প্রকৌশলী নেজাম বলেন, আমি পুকুর ভরাট করা জমিটি ক্রয় করে ভবন নির্মান করছি । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাউজানে পুকুর জলাশয় ও কৃষি জমি ভরাট করার বিরুদ্বে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হচ্ছে । রাউজানে কৃষি জমি ও পুকুর জলাশয় নতুন করে কেউ ভরাট করলে তাদের বিরুদ্বে ও অভিযান পরিচালনা করে আইনগতঃ ব্যবস্থা নেওয়া হবে ।

রাউজানে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মৃগি রোগে আক্রান্ত যুবক জালাল উদ্দিন

রাউজানে পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ জালাল উদ্দিন নামে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে৷ সোমবার পহেলা মে বেলা ১১টার দিকে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়৷ এর আগে গত রবিবার রাতে শাহ আমানত জামে মসজিদ সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয়৷ তিনি রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের মাওলানা আফাজ উদ্দিন বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। স্থানীয়রা জানান, জালাল উদ্দিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রবিবার কোনো এক সময় পুকুরে পড়ে যান জালাল উদ্দিন । রাতে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে মারা যাওয়া জালাল উদ্দিন ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট।