মাদকের মামলায় যুবকের কারাদণ্ড

বাকলিয়া থানার একটি মাদকের মামলায় মো. সুলতান আলী (৩৪) নামে এক যুবকের ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ এপ্রিল) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

মো. সুলতান আলী, রংপুর জেলার বদরগঞ্জ থানার মধুপুর ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সুলতান আলীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক সৌদিয়া বাস থেকে মো. সুলতান আলীকে গ্রেফতার করা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এ সময় তার কাছ থেকে ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ- অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।