সাকিবকে ছাড়াই টেস্ট অনুশীলনে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই সাকিব আল হাসান যাচ্ছেন আইপিএলে! তবে শেষ পর্যন্ত তা হয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট অধিনায়ককে আইপিএল খেলার ছাড়পত্র শেষ পর্যন্ত দেয়নি। আগেই জানানো হয়েছিল সাকিব-লিটন দাসরা টেস্ট খেলেই ভারতে যাবেন। তাই তাদের রেখেই আইরিশদের বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণা করে বিসিবি। এই ম্যাচকে সামনে রেখে গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে অনুশীলন শুরু করে টাইহগাররা। তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব। জানা গেছে টিম হোটেলে বিশ্রামে দিন কাটান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দলের একটি সূত্র। তবে তিনি ছাড়া টেস্ট দলের বাকি সদস্যরা দুপুর ২টায় অনুশীলন শুরু করে। টিম মিটিং শেষে গা গরম করে ফিল্ডিং অনুশীলন সেরে নেয়। এরপরই যে যার মতো নেটে ব্যাট করেছে ইনডোর ও মূল মাঠে।

অনুশীলনের শুরুতেই উইকেট দেখেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। উইকেটের কভার সরাতেই দেখা যায় সবুজ ঘাসের উজ্বল আভা। যদিও শেষ বিকালে সেটিকে ছেটে অনেকটা ন্যাড়া করা হয়। ধারণা করা হচ্ছে দুই স্পিনারের সঙ্গে তিন পেসারের একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। এর আগে সকালে অনুশীলন করে আয়ারল্যান্ড দল। এই ম্যাচ দিয়েই চার মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর টেস্ট অঙ্গনের নবাগত দল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের নির্বাচক আবদুর রাজ্জাকের প্রত্যাশাও বেশি। তিনি বলেন, ‘সোজা হিসাব, টেস্ট ম্যাচটা জিততে চাই। খুব ভালোভাবে জিততে চাই। আমরা যখন শুরুতে টেস্ট খেলতাম, আমাদের সঙ্গে খেলতো যারা একদম সমানে দাপট দেখিয়ে জিততো আমাদের বিপক্ষে। যদি ইয়ে না হয়, আমরাও চাই সেভাবে করতে। যাতে বার্তা যায় যে আমাদেরও ওই উন্নতিটা হচ্ছে। তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা ওরকম।’ সাকিব আল হাসানের ব্যস্ততার শেষ নেই। শুক্রবার চট্টগ্রামে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে শনিবার বিকেএসপিতে ঢাকা লীগে মাঠে নামেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। এরপর সেখান থেকে হেলিকপ্টারে চড়ে সাকিব ফেরেন রাজধানীতে। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতেই তার এমন তাড়াহুড়ো। কাল শুরু হচ্ছে আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। মিরপুর শেরেবাংলা মাঠে এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে আইরিশদের বাংলাদেশ সফর। সিলেটে ওয়ানডে ও চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ঢাকায় টাইগাররা সফরকারীদের মুখোমুখি হবে সাদা পোশাকে। এই ম্যাচকে সামনে রেখে গতকাল মিরপুরে অনুশীলন করে টাইগাররা। কিন্তু সব প্রোগ্রামে যোগ দিতে পারলেও দলের অনুশীলনে আসেননি বাংলাদেশ অধিনায়ক। দলের একটি সূত্রে জানা যায় তিনি হোটেলেই বিশ্রাম নিয়েছেন টেস্ট ম্যাচের আগে টানা দৌড়ঝাঁপের ক্লান্ডি দূর করতে! তবে আইপিএলে গেলে আর ম্যাচ খেলালে তার এই বিশ্রামের সুযোগ হতো না। অন্যদিকে সাকিব জানিয়েছেন তিনি আগেই জানতেন তাকে টেস্ট খেলেই আইপিএলে যেতে হবে। তিনি বলেছেন, ‘বোর্ড থেকে আগেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’ ৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সবশেষ ২০২২ এর ২২শে ডিসেম্বর সাদাপোশাকে মাঠে নেমেছিল টাইগাররা। সে বছর ৯ ম্যাচ খেলে মাত্র একটি ড্র করতে পেরেছিল বাংলাদেশ। ২০২৩এ অবশ্য কোনো টেস্ট খেলা হয়নি বাংলাদশের। টাইগারদের দায়িত্ব নিয়ে পুনরায় ফেরা কোচ চন্ডিকা হাথুরুসিংহের সামনে এখন টেস্ট চ্যালেঞ্জ। তিনি দলে যোগ দেয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও বিশ্বচ্যাম্পিয়নদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ২-০ ও টি-টোয়েন্টি জিতেছে ২-১-এ। এবার এই কোচের সামনে টেস্ট চ্যালেঞ্জ। যে ফরম্যাটে বাংলাদেশ এখনো খুঁজে পায়নি পায়ের নিচে মাটি। ২০০০ থেকে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচ খেলে জয় মাত্র ১৬টিতে। আর ড্র করেছে ১৮ ম্যাচ। এবারই প্রথম আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার পর মাত্র ৩টি ম্যাচ খেলেছে আইরিশরা। পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই হেরেছে তারা। তবে এই ফরম্যাটে বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষ নয় কেউই। আফগানিস্তানও টাইগারদের সঙ্গে প্রথম দেখায় জয় পেয়েছে। সবশেষ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সফরকারি আইরিশরা। তাই তাদের হালকা ভাবে নেয়ার সুযোগও নেই সাকিবদের।