আইআইইউসিতে ভিন্নধর্মী শখের প্রদর্শনী

আগামী ২০ মার্চ ২০২৩ইং (সোমবার) এ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কেন্দ্রীয় খেলার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভিন্নধর্মী প্রদর্শনী। প্রদর্শনী তে থাকছে দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি, বিড়াল, কুকুর, খরগোশ ইত্যাদি। আরো থাকছে বাহারি রকমের বনসাই। সৌখিন মানুষের জন্য থাকছে বিভিন্ন দেশের মুদ্রা ও দূর্লভ বস্তু। পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবার জন্য থাকছে বিনামূল্যে গাছ। জমকালো এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এতে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিওটি সদস্য ও মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান জনাব মুহাম্মদ খালেদ মাহমুদ, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। আইআইইউসির প্রক্টরিয়াল বডির তত্বাবধানে মেলায় অংশগ্রহণ করছে Chattogram Bird Breeders Association (CBBA), Shokher Rajyo, এবং Society of Rise for Paws & Claws (RFPC)| ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে Zain Global UK Ltd.