মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি বিরোধী এজেন্সি। তারা বলেছে, তার বিরুদ্ধে দুর্নীতির অনেক দফা অভিযোগ গঠন করা হবে। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর সমর্থকরা বলছেন প্রতিশোধ নিতে এবং তাকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেয়ার জন্য এসব সাজানো হয়েছে। মাত্র তিন মাস আগে জাতীয় নির্বাচনে তিনি ক্ষমতা হারিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আনোয়ার ইব্রাহিম। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার রাজনীতিতে উত্তেজনা বাড়ছেই। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত সেখানে চারজন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মুহিদ্দিন ইয়াসিন সরকারে থাকা অবস্থায় অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয়ক প্রজেক্ট চালু করেছিলেন। দেশটির দুর্নীতি বিরোধী কমিশন মালয়েশিয়ান এন্টি-করাপশন কমিশন (এমএসিসি) বলেছে, শুক্রবার কুয়ালালামপুরের আদালতে মুহিদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগ আনা হবে। এর আগে সরকারি প্রকল্পগুলোকে কোনো অনিয়ম হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মুহিদ্দিন ইয়াসিন।

তিনি এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছেন।