কক্সবাজারের চৌফলদন্ডীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি। খেলতে বের হয়ে আর ফেরা হল না মাহাদির। পুরো নাম মাহাদি বিন কামাল (৭) কক্সবাজার সদর উপজেলা চৌফলদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার কামাল উদ্দীনের পুত্র। ছোটদের সাথে খেলতে বের হয়ে আর ফেরা হল না বাসায়। বাড়ির পাশে থাকা পুকুরে ডুবে অকাল মৃত্যু হয়েছে তার। ৭ জুন জুমাবার বিকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে চৌফলদন্ডী উত্তর পাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগ মুহূর্তে খেলতে গিয়ে মাহাদি সবার অজান্তে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষন খোঁজখুঁজি করে না পেয়ে পুকুরে ভেসে উঠতে দেখে দ্রুত ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় এক ছাত্র। তার মৃত্যুতে আত্মীয় স্বজন, এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে। একইদিন সন্ধ্যা ৭ টার সময় স্থানীয় উত্তর পাড়া পুরাতন জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ আদায় করা হয়। উল্লেখ্য, নিহত মাহাদি বিন কামাল কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কবির মিয়ার নাতী।