রাউজানে রাতের আধারে দুর্বৃত্তরা এক কৃষকের ধান পুড়িয়ে দিয়েছে

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের রাউজানে রাতের আধারে চার কানি ক্ষেতের ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

৭ নভেম্বর (শুক্রবার) ভোরে দিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়াহেদেরখীল সড়কের পাশে এঘটনা ঘটে।ভুক্তভোগী কৃষক হলেন মো. নুরুল আলম। তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এলাকাতে আমি চাষাবাদ করি। ২/৩ মাস আগে আমার ক্ষেতের সবজি খেয়ে নেয় এই এলাকায় ফটিকছড়ি থেকে এসে বসবাম করা প্রদীপের ছেলে বাবুর গৃহপালিত পশু। আমি প্রতিবাদ করলে আমাকে দেখে নেবে বলে। সে আমাকে হুমকি দিয়ে বলে তুর ধান কিভাবে ঘরে নিস দেখে নিবো। আমি ধারণা করছি সে আমার ধানে আগুন দিয়েছে।তিনি আরও বলেন, আমার এক একর ৬০ শতক ধানের প্রায় ৩০০ থেকে ৩২০ আড়ি ধান নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে ১ লক্ষ টাকা মতো।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।