চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন ৫ মার্চ ২০২৩ তারিখ বেলা ১১:৩০ টায় চবি বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন। চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ এর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক জনাব নাহিদ সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আবু তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. অলক পাল, অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ আলী হায়দার এবং সহযোগী অধ্যাপক জনাব মোঃ ইকবাল সরোয়ার।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জ্ঞান-গবেষণার অনন্য বিদ্যাপীঠ হলো চট্টগ্রাম বিশ^বিদ্যালয়। এ বিশ^বিদ্যালয়ে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা অত্যন্ত সৌভাগ্যবান। তিনি বলেন, এ বিভাগের সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রে স্বনামধন্য। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) নবীন শিক্ষার্থীদের বিভাগের শিক্ষক-গবেষকবৃন্দের সান্নিধ্যে থেকে তাঁদের আদেশ-উপদেশ মেনে লেখাপড়ায় অধিকতর মনোযোগী হয়ে নিজেদের দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদে পরিণত হওয়ার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করার পাশাপাশি দেশ-জাতির উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অতিথিদের সাথে নিয়ে পার্বত্য রাঙ্গামাটির পাহাড়ধসের উপর একটি মাঠ পর্যায় ভিত্তিক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।