কক্সবাজারের পেকুয়ায় অসুস্থতা সইতে না পেরে পক্ষঘাতগ্রস্ত গুরা মিয়া (৮২) বিষপানে আত্মহত্যা করেছে।
তিনি রাজাখালী ইউনিয়নের মিয়ার পাড়া এলাকার মৃত আশরাফ আলীর পুত্র।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করে।
তার পুত্র ছৈয়দুল হক বলেন, আমরা ৪ভাই ৫ বোন। পিতা বিগত ৪বছর আগে র্স্টোকে অাক্রান্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। যার কারণে মানসিক ভারসাম্যহীণ হয়ে পড়েছিলেন তিনি। মাঝে মধ্যে সে আত্মহত্যা করার চেষ্টা করতো। ঘটনার দিন বিকেলে সবার অগোচরে বাড়ির ভিতরে বিষপানে আত্মহত্যা করেছে।
ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু বলেন, গুরা মিয়া শরীরের কাপড় ছাড়া এদিক সেদিক চলাফেরা করতো। ছেলেরা তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় করেছেন। সর্বশেষ তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান বলেন, গতকাল এক যুবক অাজ দুপুরে শিলখালীতে বৃদ্ধে বিকেলে রাজাখালীতে বৃদ্ধার আত্মহত্যার ঘটনায় আমরা বিচলিত। গুরা মিয়া বিষপানে আত্মহত্যা খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।