ইসির আনুকুল্য পেয়েছে বিএনপি: হাছান মাহমুদ

মনোনয়নপ্রত্র বাতিল হওয়ার পর আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আনুকুল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়স্থ নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নানা ইস্যুতে মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিনের মতো মিথ্যাচার করেছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা, সরকারের ভূমিকাকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।

তিনি বলেন, এ যাবৎকালের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসলে ৮০০ প্রার্থী মনোনয়ন দেয়নি। বিএনপি নজিরবিহীনভাবে ৮০০ প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশনে তাদের অনেকের প্রার্থিতা বাতিল হওয়া সত্তেও তাদের ৫৫৬ জনের প্রার্থিতা টিকেছে। ইসিতে আপিলে গতকাল শুক্রবার পর্যন্ত বিএনপি’র প্রায় ১০০ প্রার্থী ফেরত পেয়েছে। বিএনপি’র কয়েকজন প্রার্থী হলফনামায় সাক্ষরই করেননি। এরপরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। এই জন্যই মির্জা ফখরুল ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাক্ষর না থাকা সত্বেও গোলাম মাওলা রনিকে প্রার্থিতা ফেরত দেয়া হয়েছে। এটা নজিরবিহীন।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে, ক্ষেত্র বিশেষে নির্বাচন কমিশনের আনুকুল্য পাচ্ছে বিএনপি। আজকেও আপিল চলছে। আজকেও অনেকে প্রার্থিতা ফেরত পাবেন। এর ফলে বর্তমানে তাদের প্রার্থী সংখ্যা সাড়ে ৬শ’ ছাড়িয়ে গেছে। এখন অনেকেই বলছেন বিএনপি’র নয়াপল্টন অফিস এবং গুলশানের বেগম জিয়ার কার্যালয় এখন মনোনয়ন বাণিজ্যের হাট বসেছে।