মীর হেলালের মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-৫ আসনে মীর নাসিরের ছেলে মীর হেলালের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ তৃতীয়দিনে আপিল শুনানী নিয়ে এ সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। তবে কমিশন অন্যায়ভাবে এমন আদেশ দিয়েছে বলে মন্তব্য করেছেন মীর হেলালউদ্দিন।

তিনি বলেছেন, উচ্চ আদালতের আদেশে সাজা স্থগিত থাকার পরও কমিশন আমাদের বক্তব্য শুনেননি। অথচ একই অভিযোগে, হাজী সেলিম, পংকজ দেবনাথসহ আওয়ামী লীগের অনেক প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে কমিশন। কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন মীর হেলাল। আইনজীবী তানজীব উল আলম অবৈধভাবে মীর হেলালের আপিলে বিরোধীতা করেন বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচন কমিশন সচিবের সঙ্গে দেখা করার নাম করে তিনি ইসিতে প্রবেশ করেছেন।

আপিলে বিরোধীতা করার কোন গ্রাউন্ড তার নেই। জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের প্ররোচনায় এসব হচ্ছে বলেও মীর হেলাল অভিযোগ করেন।