আবুল হাসেম

মোঃ আবুল হাসেম জন্ম সাল ৩ জুন ১৯৭৭ , দক্ষিণ মধ্যম হালিশহর বন্দর চট্টগ্রাম এ। ৭ ভাই এক বোনের মধ্য সবার বড়। ১৯৯২ সালে প্রথম বিভাগে এসএস সি পাস করেওমর গনি এম ই এস কলেজে ভর্তি হলে ও একসময় ঝুকে পড়েন চারুকলার দিকে, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী থেকে প্রথম ব্যাচে সাফল্যর সাথে চারুকলায় পাশ করেন।১৯৯৭ সালে মেরিনে পরিক্ষা দিয়ে পাশ করেন মেধা তালিকায়। শুরু হয় নাবিক জীবন প্রায় ৪০টা দেশ ভ্রমণ করেন।

এর পাশাপাশি সাংবাদিকতা, লেখালেখি এবং সংগীত চর্চা চলে ১৯৯৩থেকে ১৯৯৭ পযর্ন্ত ব্যান্ড দলের সাথে লিড গিটার বাজিয়েছেন। জাতীয় সহ প্রায় ৫০০টির মত পুরস্কার পেয়েছেন। ফটোগ্রাফার হিসাবে ২০১৩ সালে ফটো সাংবাদিক হিসাবে দৈনিক দেশের কথা পত্রিকায় যোগদান করেন, এরপর ২০১৪ সালে দৈনিক মুক্তবাণী পত্রিকায় যোগদান করেন এখন পযন্ত দৈনিক মুক্তবাণী এবং অন লাইনে সিটিজি সংবাদ ২৪ ফটো সাংবাদিক হিসাবে কর্মরত আছেন। বতর্মানে আমেরিকান প্রবাসী সেখানে তিনি ” লাইফ অফ সাবওয়ে” নামের ডকুমেন্টডারীতে নিয়োজিত হয়েছেন।

তাঁর জন্মদিনে শুভ কামনা….