পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন লিওনেল মেসি। খবরটি নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। বিশ্বকাপ ফাইনালের পর পিএসজি সভাপতি নাসির আল খেলাইফির জানিয়েছিলেন, মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান তারা। এবার আর্জেন্টাইন সুপারস্টারও সাড়া দিলেন লা প্যারিসিয়ানদের প্রস্তাবে। এক বিবৃতিতে ফ্যাব্রিজিও রোমানো বলেন, ‘পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে মৌখিকভাবে রাজি হয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালে শেষ হতে চলা চুক্তি শিগগিরই নবায়ন করবে দুই পক্ষ।’

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। আগামী বছরের ৩০শে জুন লা প্যারিসিয়ানদের সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই চুক্তি নবায়ন করবে পিএসজি। তবে ঠিক কতো দিন পিএসজিতে থাকবেন মেসি তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি লা প্যারিসিয়ানরা। মেসির বেতনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো।

তিনি বলেন, ‘শিগগির আলোচনায় বসে এই সিদ্ধান্ত নেয়া হবে। আল খেলাইফি (সভাপতি) এবং লুইস ক্যাম্পোস (উপদেষ্টা) এ নিয়ে কাজ করছেন।’
গুঞ্জন ছিল সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির সঙ্গে নাম জড়িয়েও খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে রোমানো জানালেন, দুই ক্লাব চেষ্টা করলেও মেসি তাদের সাড়া দেননি। রোমানো বলেন, ‘মেসি কখনোই ইন্টার মায়ামির প্রস্তাব গ্রহণ করেননি। বার্সেলোনায় ফেরারও পরিকল্পনা করেননি। দুই ক্লাবেই তাকে ভেড়াতে চেষ্টা করেছে, তবে তা ফলপ্রসূ হয়নি।’

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। ৭ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। বিশ্বকাপ ফাইনালের পর আরএমসি স্পোর্টসকে নাসির আল খেলাইফি বলেছিলেন, ‘মেসিকে নিয়ে আর কী বলার আছে। বিশ্বকাপের পর তার সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে আমাদের। আমি লিওর জন্য আনন্দিত। সে সেরা ছন্দ দেখিয়েছে। এই ট্রফি তার প্রাপ্য।’

শুধু কি বিশ্বকাপে? ফরাসি লিগ ওয়ানেও ফর্মে রয়েছেন মেসি। বিশ্বকাপের আগে লিগ ওয়ানে ১৩ ম্যাচ খেলে ৭ গোল করেন তিনি। সতীর্থদের দিয়ে করান ১০ গোল। চ্যাম্পিয়নস লীগে ৫ ম্যাচে ৪টি করে গোল এবং অ্যাসিস্ট করেন মেসি।