বিশ্বকাপ ক্রিকেটের আপডেট জানুন অ্যাপেই

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ আসর শুরু হয়েছে, শুরু হয়েছে ক্রিকেট উন্মাদনা।

দিনের ব্যস্ততায় অনেক ক্রিকেটপ্রেমীরই খেলা দেখায় সুযোগ মেলে না। তবে চাইলেই স্মার্টফোনে দেখে নেয়া যাবে খেলার প্রতি মূহুর্তের আপডেট। পাওয়া যাবে প্রতিটা ম্যাচের বিশ্লেষণ ও খেলার নানা খবরাখবর।

আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের এই আসর উপলক্ষ্যে অফিশিয়াল অ্যাপ এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। খেলার লাইভ আপডেটসহ খেলার হাইলাইস, খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্যসহ নানা ফিচার থাকছে এই অ্যাপে।

আন্ড্রয়েড ব্যবহারকারীরা এই লিংক ও আইওএস ব্যবহারকারীরা এই লিংক থেকে অ্যাপটি ইন্সটল করতে পারবেন।

ক্রিকবাজ

এই অ্যাপে লাইভ স্কোরের পাশাপাশি প্রতি বলের লাইভ কমেন্ট্রি পাওয়া যাবে। সেই সঙ্গে থাকবে ম্যাচ পূর্ববর্তী ও পরবর্তী বিশ্লেষণ। এই অ্যাপে পুশ নোটিফিকেশন কিংবা হোমস্ক্রিনে উইজেট ব্যবহারের মত চমকপ্রদ সুবিধাও মিলবে।

অ্যাপের ডাউনলোড লিংকঃ

ক্রিকেট লাইন গুরু

এই অ্যাপেও খেলার আপডেট পাওয়া যাবে। অ্যাপটির ডেভেলপারদের দাবি, তারা সবচেয়ে দ্রুত নির্ভুল আপডেট প্রদান করে।

অ্যাপটির ডাউনলোড লিংক

ইএসপিএন ক্রিকইনফো

খেলার আপডেট জানার এই অ্যাপে ব্যবহারকারীর পছন্দের রাখা হয়েছে। ব্যবহারকারী ইচ্ছেমত নোটিফেকশন সেট করে নিতে পারবেন অ্যাপে।

অ্যাপটির ডাউনলোড লিংক অ্যান্ড্রয়েড ও আইওস থেকে নামানো যাবে।