বাংলাদেশ যুব ইউনিয়ন সীতাকুণ্ড থানা, চট্টগ্রামের আহবায়ক কমিটি গঠিত

বাংলাদেশ যুব ইউনিয়ন সীতাকুণ্ড থানা, চট্টগ্রামের আহবায়ক কমিটি গঠিত হয় আজ ২৫ নভেম্বর, ২০২২। সীতাকুণ্ডের ফুলতলা অস্থায়ী কার্যালয়ে উক্ত কমিটি গঠিত হয়।

বাংলাদেশ যুব ইউনিয়ন সীতাকুণ্ড থানার বিগত কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির,  সীতাকুণ্ড থানার বিগত কমিটির সাধারণ সম্পাদক  এবং চট্টগ্রাম জেলার সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, চট্টগ্রাম জেলার আইন বিষয়ক সম্পাদক মোঃ শেখ নাঈম উদ্দিন,  সদস্য আবুল খায়ের, রবিউল হোসেন, আবুল মনসুর প্রমুখ  । সভায় বক্তারা বলেন-গণতন্ত্রহীনতা আজ গ্রাস করেছে সর্বত্র। বর্তমান সরকার তথাকথিত উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি দাড় করিয়েছে। সমাজের বেশিরভাগ অংশ সেই উন্নয়নের কোন ফল ভোগ করতে পারছে না। দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎ-বাড়ি ভাড়া বাড়ছে প্রতিনিয়ত। দেশের সবচেয়ে  কর্মক্ষম জনগোষ্ঠী যুবসমাজ বেকারত্বের অভিশাপে  আজ নিদারুণ হতাশায় আক্রান্ত। স্বাধীনতা পরবর্তী কোন সরকার যুবসমাজকে মানব সম্পদে রুপান্তরিত করার লক্ষ্যে কোন সুপরিকল্পিত নীতি গ্রহণ করতে পারেনি।

তাই বক্তারা  এসব শোষণ-বঞ্চনা, গণতন্ত্রহীনতা, বেকারত্বের বিরুদ্ধে দেশের সকল যুবসমাজকে এক হওয়ার আহবান জানান।
এই রুদ্ধশ্বাস অচলায়তন ভেঙ্গে শোষণ-বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ার লড়াইকে শক্তিশালী করতে আগামী ৯ ডিসেম্বর, ২০২২  বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সম্মেলনকে সফল করার আহবান জানান বক্তারা।

সভা শেষে  শহিদুল ইসলাম রিপনকে আহবায়ক ও মোঃ শেখ নাঈম উদ্দিন চৌধুরী এবং আবুল খায়ের কে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ যুব ইউনিয়ন, সীতাকুণ্ড থানার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।