ফেইসবুক ব্যবহারে ডেটা সাশ্রয়

ফেইসবুক এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। এক হিসাবের তথ্যানুযায়ী, প্রায় ৮৮ শতাংশ ব্যবহারকারী মোবাইল থেকে ফেইসবুক ব্যবহার করেন।

তবে স্মার্টফোনের অ্যাপ থেকে ফেইসবুক ব্যবহারের উচ্চমাত্রায় ইন্টারনেট ডেটা ব্যবহার অনেক ব্যবহারকারীর জন্য ব্যয়বহুল, বিশেষ করে যারা মোবাইল অপারেটরগুলোর নানা লিমিটেড প্যাকেজ ব্যবহার করেন।

তবে চাইলেই ফেইসবুক ব্যবহারে ডেটা সাশ্রয় করে ব্যবহার করা যায়। সেটা কিভাবে দেখে নিতে পারেন।

ফেইসবুক অ্যাপের সেটিংস পরিবর্তন

এজন্য প্রথমেই ফেইসবুক অ্যাপের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। তারপর সেখান থেকে ‘Media and Contacts’ অপশন নিচের পরিবর্তনগুলো করতে হবে।

১. প্রথমে ‘General Settings’ থেকে ‘Upload photos in HD’ এবং ‘Upload Videos in HD’ ফিচার দুটি বন্ধ করে দিতে হবে।

২. এরপর ভিডিও স্বয়ংক্রিয় চালু হয়ে যাওয়া ঠেকাতে ‘Auto-play’ অপশন থেকে ‘Never Autoplay Videos’ অপশনটি নির্বাচন করতে হবে।

ডেটা সেভার ব্যবহার

ফেইসবুক অ্যাপেই ডেটা সেভার নামে একটি বিশেষ ফিচার যুক্ত রয়েছে তা চালু করে নিতে হবে। তাহলে ছবি ও ভিডিও কোয়ালিটি স্বয়ংক্রিয়ভাবে কমে গিয়ে ডেটা সাশ্রয় হয়।

এজন্য ‘Settings & Privacy’ অপশন থেকে ‘Data Saver’ অপশনটি চালু করে নিতে হবে।

ফেইসবুক লাইট

ডেটা ব্যবহার একেবারে কমিয়ে আনা সম্ভব ফেইসবুক অ্যাপের লাইট সংস্করণ ব্যবহারের মাধ্যমে। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য অ্যাপটি পেতে এই লিংকে ভিজিট করতে হবে।