ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। যেকোনো টুর্নামেন্টের ফাইনালের আমেজ দিতে পারে দুই দলের একটি সাধারণ ম্যাচও। সবার মতো অ্যারন ফিঞ্চও ভারত-পাকিস্তান দ্বৈরথের পাগল। তবে ব্যস্ততার কারণে চাইলেই মাঠে বসে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই উপভোগ করতে পারেন না অজি অধিনায়ক। সরাসরি ম্যাচ দেখতে তাই অবসরের অপেক্ষা করছেন ফিঞ্চ।
রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কটাও তলানিতে ঠেকেছে। দীর্ঘ ১০ বছর দ্বি-পাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। আইসিসির বড় টুর্নামেন্ট ছাড়া দেখা হয় না দুই প্রতিপক্ষের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা হয়েছে দুই দলের। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। সে ম্যাচটি টিভি সেটের সামনে বসে উপভোগ করেছেন অ্যারন ফিঞ্চ।
অজি অধিনায়ক বলেন, ‘ফল যাই হোক না কেন, আমি মনে করি, ভারত-পাকিস্তান ম্যাচ দারুণ ব্যাপার। আমি আসলে ঘরে বসে ম্যাচ দেখতে দেখতে স্নায়ুচাপে ভুগতে শুরু করেছিলাম।’
ফিঞ্চ বলেন, ‘আমি জানি এ দ্বৈরথ কত বড়। এখন সে দিনের অপেক্ষায় আছি, যখন আমি অবসর নিতে পারব এবং কোথাও গিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখবো।’
এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার তো ম্যাচ দেখতে মঙ্গল গ্রহেও যেতে রাজি। তিনি বলেন, ‘যেকোনো জায়গাতে আমি ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পছন্দ করবো। তারা যদি মঙ্গল গ্রহেও খেলতে যায়, আমি সেখানে যাব। ভারত-পাকিস্তান যদি ইংল্যান্ড কিংবা আরব আমিরাতে হয়, তবে তা দারুণ হবে। দুবাই, আবুধাবি এবং বিশেষ করে শারজায় একসময় দারুণ কিছু রোমাঞ্চ উপহার দিয়েছে এই দুই দল।’
২০০৫-০৬ মৌসুমে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে সবশেষ পাকিস্তান সফরে যায় ভারত। সবশেষ ২০১২-১৩ মৌসুমে ভারত সফর করেছে পাকিস্তান। এরপর রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুই দলের দ্বি-পক্ষীর সিরিজ বন্ধ রয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে কোনো টুর্নামেন্ট বাদে দেখা হয়নি দুই দলের।











