পটিয়ায় ইউএনও এর মাধ্যমে দশ দফা দাবিতে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের স্মারকলিপি পেশ

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, বোরো চাষ পুনর্বহাল দাবি আদায় এবং বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ এর উদ্যোগে অনাবাদি পতিত জমি চাষের ব্যবস্থা করা, সার, বীজ, সেচ, গ্যাস- বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমানো, ফসলের ন্যায্য মূল্য, কোল্ড স্টোরেজ স্থাপন করা, কৃষকদের আর্মি রেটে রেশনিং চালু, পটিয়া হাসপাতালে দিন ও রাত প্রতি শিফটে চারজন করে মহিলা ডক্তার নিয়োগ প্রদান, পিডিপি ও পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম,  দুর্নীতি, হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধ করা, পটিয়ার স্কুল কলেজে কৃষক পরিবারের ছেলেমেয়েদের বিনাবেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করাসহ কৃষক জনগণের দশ দফা দাবিতে  জেলা প্রশাসক ও কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য স ম ইউনুচ, আল কাদেরী জয়, পটিয়া উপজেলা কৃষক নেতা সেলিম উদ্দিন, মুমিনুল হক সাব্বির, জসীম উদ্দিন জীসু, রায়হান উদ্দিন, নাসু মিয়া, বাদশা মিয়া, স্বপন দে, মোহাম্মদ লোকমান, সান্টু দে, বাসু দে, নূর মোহাম্মদ প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে একটি মিছিল পটিয়া শহরে প্রদক্ষিণ করে পটিয়া থানা মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।