জান্নাতুল সুমাইয়া হিমি। চলতি সময়ের নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। প্রায় প্রতিদিনই অংশ নিচ্ছেন কোনো না কোনো নাটকের শুটিংয়ে। জনপ্রিয় প্রায় সব কো-আর্টিস্টের সঙ্গেই তিনি জুটি বেঁধে কাজ করছেন। তবে চলতি বছর নিলয়ের সঙ্গে হিমির জুটি দারণভাবে গ্রহণ করেছেন দর্শক। তাদের অভিনীত নাটকগুলো ইউটিউবে ভিউয়ের দিক দিয়েও থাকছে এগিয়ে। এদিকে সম্প্রতি একটি শুটিং স্পটে তার সঙ্গে কথা হলো কাজের ব্যস্ততা নিয়ে। প্রতিদিনই কি শুটিং করছেন? হিমি বলেন, হ্যাঁ। এখন প্রতিদিনই শুটিং করতে হচ্ছে। শিডিউলটাও সেভাবে দেয়া।
ক্লান্তি লাগে না? এ অভিনেত্রী হেসে বলেন, ক্লান্তি তো লাগবে। একটা সময় যখন ব্যস্ততা ছিল না, তখন শুনতাম অনেক শিল্পীদের শিডিউল পাওয়া যায় না। তখন ভাবতাম এমন ব্যস্ত যে কবে হবো! আর এখন নিজেই শিডিউল দিতে পারছি না। ভাবতে অবাক লাগে। নিলয়ের সঙ্গে হিমির জুটি গড়ে উঠেছে। এটা কীভাবে হলো? হিমি বলেন, নিলয় ভাইয়ের সঙ্গে কিন্তু আমি অনেক আগে থেকেই কাজ করি। তবে চলতি বছরে আমাদের করা নাটকগুলো দর্শক গ্রহণ করে ফেলে। যার ফলে নির্মাতারাও আমাদের জুটি করে নাটক বানাচ্ছেন। জুটি হলে প্রেমের গুঞ্জনও তো দ্রুত ছড়ায়। নাকি? এ অভিনেত্রী বলেন, প্রেমের গুঞ্জন আমাদের ক্যারিয়ারের একটা অংশ। জুটি বেঁধে কাজ করলেই তাকে নিয়ে গুঞ্জন ওঠে। তবে আমি খুব প্রফেশনার এক্ষেত্রে। প্রতিটি কাজই আমি পেশাগত দিকটা মাথায় রেখে করি। নিজের টাকায় গাড়ি কিনেছেন সম্প্রতি। অনুভূতি কেমন? হেসে এ তারকা বলেন, ইয়েস। আসলে গাড়িটা জরুরি হয়ে পড়েছিল। অনেক দিন ধরেই চাচ্ছিলাম গাড়ি কিনতে। বিভিন্ন শো রুমে ঘুরছিলাম বাবা-মাকে নিয়ে। তো হঠাৎ করেই একদিন কিনেই ফেললাম। আসলে এত কম বয়সে নিজের পরিশ্রমের টাকায় গাড়ি কেনার আনন্দ অন্যরকম। সামনের পরিকল্পনা কি? হিমির উত্তর- ভালো কাজ করে যেতে চাই। এমন কাজ করতে চাই যা মানুষ দীর্ঘ সময় মনে রাখবে।











