চবিতে ‘বিশ্ব সর্প দংশন ও সচেতনতা দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‘বিশ^ সর্প দংশন ও সচেতনতা দিবস’ উপলক্ষে ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ এর উদ্যোগে সর্প দংশন প্রতিরোধ, প্রতিকার ও চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভা ১৯ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ৭:০০ টায় চবি ক্লাব (ক্যাম্পাস)-এ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি ক্লাব (ক্যাম্পাস) এর সভাপতি এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক এর সভাপতিত্বে সভায় বিষয় পরিচিতি তুলে ধরেন ভেনম রিসার্চ সেন্টারের যুগ্ম গবেষক চবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী এবং মূখ্য আলোচক ছিলেন ভেনম রিসার্চ সেন্টারের প্রধান গবেষক চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডাঃ অনিরুদ্ধ ঘোষ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ ফরিদ আহসান এবং চবি ক্লাব (ক্যাম্পাস) এর সাধারণ সম্পাদক চবি দর্শন বিভাগের প্রফেসর ড. মোঃ কোরবান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব ইব্রাহিম খলিল আল হায়দার।
মাননীয় উপ-উপাচার্য তাঁর বক্তব্যে জনসচেতনামূলক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা সভা আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাপ জীব বৈচিত্র্যের অন্যতম একটি প্রাণি। জীব বৈচিত্র্যের সুরক্ষায় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাপ রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাননীয় উপাচার্য বলেন, সাপ একটি বিষধর প্রাণি হলেও ওরা আক্রান্ত না হলে কারও ক্ষতি করে না। তাই সাপকে ভয় না করে সচেতনতার মাধ্যমে সর্প দংশন হতে রক্ষা পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে কিছু বিষধর সাপের প্রদর্শিত হয়েছে।