শফিউল আলম, রাউজানঃ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ( ৩ পর্যায়) প্রকল্প স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্হণালয় কতৃক আয়োজিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী ২৬ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০টায় চিকদাইর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাউজান উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী ওসমান গণি ও মিল্টন চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
চিকদাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদ্দাচ্ছের হায়দারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম বাচ্চা, ইউপি সদস্য সেনোয়ারা বেগম, পারভিন আক্তার, সাকি আক্তার। এসময় জামায়ত ইসলামের নেতা মাওলানা শাহ্ আলম, বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ মিয়া, রুস্তম আলী মেম্বার, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম মেম্বার, আব্দুল মেম্বার,আজিজ, হামিদ, জয়নাল আবেদীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সমাজ সেবক, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সবস্তরের জনগনসহ গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আইনগতভাবে গ্রাম আদালত কি, কিভাবে জনগন উপকৃত হতে পারে, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বি়ভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়। শেষে গ্রাম আদালতের কি ধরনের বিচার আর কিভাবে করা হয় তার একটি ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়।