দুঃস্থ ও স্বাস্থ্য কেন্দ্র (সিএসকে) উদ্যোগে মৃত চসিক সেবকদের জীবন বীমার চেক প্রদান

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সেবকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়াটারএইড বাংলাদেশের সহযোগীতায় ডিএকসে ওয়াশ ফর আরবান পুওর (চট্টগ্রাম) প্রকল্পের আওতায় ও ওয়াদা ইন্সিওর ও চার্টাড লাইফ কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের আওয়াতয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২টি ওয়ার্ডে ১৭২৭ জন গ্রাহককে টার্গেট করে কাজ শুরু করা হয় বর্তমানে গ্রাহক সংখ্যা ১৭৩০ জন অন্তর্ভূক্ত হয়। প্রকল্পের মূল লক্ষ্য হলো সেবকদের স্বাস্থ্য সুরাক্ষা প্রদান করা এবং তালিকাভূক্ত সেবকদের হেলথ কার্ডের মাধ্যমে নির্ধারিত হাসপাতালে স্বাস্থ্য সেবায় অর্থ ছাড় পাবে। এছাড়াও প্রকল্পের আওতাধীন সেবক মৃত্যুবরণ করলে এককালীন জীবন বীমা বাবদ ৩০ হাজার টাকা পাবেন। এরই আওতায় আজ দুপুরে টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালামের উপস্থিতি কর্পোরেশনের তিনজন মৃতুবরণকারী সেবকের পরিবারকে প্রত্যেকে ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।