ম্যারাথন দৌড় কর্মসুচিতে অংশ গ্রহনকারীদের গেঞ্জি বিতরন

শফিউল আলম,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে আগামী ৬ মার্চ শনিবার সকাল ১০ টা থেকে রাউজানের চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পশ্চিম গহিরা হালদা সেতু থেকে ম্যারাথন দৌড় কর্মসুচি শুরু হবে । ম্যারাথন কর্মসুচিটি দেশের মধ্যে সেরা কর্মসুচি হিসাবে পরিচিত লাভ করবে । কর্মসুচিতে অংশ গ্রহনকারী মহিলাদের জন্য নতুন এক রংয়ের শাড়ী, পুরুষদের জন্য এক রংয়ের গেঞ্জি তৈয়ার করা হয়েছে । এক রংয়ের শাড়ী পড়া ৫শত জন মহিলা, এক রংয়ের গেঞ্জি পড়া ৫শত জন পুরুষ মারাথন কর্মসুচিতে অংশ গ্রহন করবে । রাউজানের পশ্চিম গহির্ াহালদা সেতু থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক দিয়ে দশ কিলোমিটার দৌড়ে এসে ম্যারাথন কর্মসুচি রাউজান জলিল নগর বাস ষ্টেশনে এসে শেষ হবে ।মুজিব বর্ষে এবৎসর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্টানে রক্তদান কর্মসুচির গ্রহন করা হয়েছে ২ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করা হবে । এছাড়া ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের মাঝ খানে আইল্যন্ডে দশ হাজার খেজুর গাছের চারা রোপন করা হবে । মারাথন কর্মসুচি নিয়ে গতকাল ৩ মার্চ বুধবার দুপুর বারটার সময়ে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়েজিত উপজেলা পরিষদ হলে সংবাদ সম্মেলন শেষে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের উদ্যোশে একথা বলেন। সংবাদ সম্মেলনে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, মুজিব বর্ষ উপলক্ষে রাউজানে সাংসদ ফজলে করিম চৌধুরী গৃহহীন পরিবারকে ৫০টি সেমি পাকা ঘর নির্মান করে দিয়েছেন । আরো ২শত ৮০টি ভুমিহীন পরিবারকে জমি সহ ২শত ৮০টি সেমিপাকাঘর নির্মান কাজ চলছে । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা আওয়ামী রীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, স্ধাারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী , রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, বশির উদ্দিন খান, কাজী ইকবাল, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাশি, সুকুমার বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, ভুপেশ বড়ুয়া, রোকন উদ্দিন প্রমুখ ।