রাউজানে হযরত ওয়ালী শাহ (রহ.) ওরশ সম্পন্ন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের রাউজানে গাউসুল আজম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র খলিফা শাহসূফি হযরত মাওলানা ওয়ালী শাহ সুলতান দরবেশ (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ নানা কর্মসূচির মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাদে ফজর থেকে খতমে কুরআন, নাতে মোস্তফা, খতমে গাউছিয়া, খতমে তাহলীল আদায়ের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিকালে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে তকরির করেন চট্টগ্রাম কাজীর দেউরি কাজী বাড়ি শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, কাজী মাওলানা ফোরকান, মাওলানা জামাল উদ্দীন। ওরশ পরিচালনা কমিটির সভাপতি
ফজল কাদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৭নং রাউজান সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, এসএম লিটন, হাকিম উদ্দিন, শামসুল আলম, শাহাদাত হোসেন, বেদার মিয়া, মো. দিদার, আবুল কাশেম, মো. ইদ্রিস, ফারুক, শাহজাদা মো. মানিক, মাহাবুল আলম, কাজী আফজল, এসএম টিপু, এজাবত উল্লাহ, হারুন, বাদশা, নেয়াজু, খালেক কোম্পানি , নবী কোম্পানি, আবদুল মুনাফ, জাহাঙ্গীর আলম, আবু তৈয়্যব, শওকত চৌধুরী, দেলোয়ার, হাজী রফিক, হাজী রুহুল আমিনসহ প্রমূখ। পরে মাজার শরীফে পুষ্পমাল্য অর্পণ করেন ওরশ পরিচালনা কমিটি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান মোহাম্মদপুর রমজান আলী হাট ( প্রস্তাবিত) শাখা। মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে আগত আশেক ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।মাসুদ প্রবাস জীবন থেকে সার্বক্ষনিক আমার খোজ খবর রাখছেন প্রবাস জীবনে তোমার সফলতা কামনা করছি