মেখলে অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগান ধারণ করে, যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচিয়ে পড়া লেখার প্রতি মনোনিবেশ ভালো কাজের প্রতি উৎসাহ প্রদানে ও সামাজিক অবক্ষয় রোধে মেখল ইউনিয়ন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আমির হোসেন মেম্বার এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেখল ৫ নং ওয়ার্ড অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট ২০২১। (০৭ জানুয়ারি) বৃহস্পতিবার পূর্ব মেখল পেস্কার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, অনুষ্ঠিত অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে পেস্কার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে মেখল ইউনিয়ন ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম রাসেদুল আলম, উদ্বোধক মেখল ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী, প্রধান আলোচক হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম(শফি), ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্যা খুরশিদা বেগম, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মন্জুর মোরশেদ সিরাজ, লায়ন ডাঃ হাফিজুর রহমান, গড়দুয়ারা ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ এরশাদ আলী, আওয়ামীলীগ নেতা ডাঃ মোঃ শফি, গাজী ইসহাক, আবু তাহের, ইছাপুর খেলোয়াড় সমিতির সভাপতি মন্জুরুল আলম, কাজী রাশেদ প্রমুখ। অনুষ্ঠিত খেলায় ৫নং ওয়ার্ডের কিশোর যুবকরা ৮ টি দলে বিভক্ত হয়ে টুর্ণামেন্টে অংশ নেয়। ৮ টি দলের মধ্যে নির্দিষ্ট ১২ ম্যাচ সম্পন্ন শেষে উত্তীর্ণ চার দল সেমিফাইনালে প্রতিদন্ধীতায় মোহামেডান একাদশ ও শেখ রাসেল একাদশ ফাইনাল খেলার গৌরব অর্জন করেন। বিকেল তিনটায় শুরু হওয়া টুর্ণামেন্ট মাগরিব এশা গড়িয়ে রাত ১২ টায় টুর্ণামেন্টের উদ্বোধক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মেখল ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে অভিজ্ঞ রেফারি মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় মোহামেডান একাদশ বনাম শেখ রাসেল একাদশ মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, এতে মোহামেডান একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের ম্যাডেল ক্রেস্ট সহ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানারআপ দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।