কুতুবদিয়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি

লিটন কুতুবী:
শীত কালীন আবহাওয়া পরিবর্তনের ফলে উপকূলে শিশু ডায়রিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এতে উপকূলের শিশু অভিভাবকদের সচেতনতার পরার্মশ দিয়েছেন চিকিৎসক।

গত ১১ নভেম্বর হতে ১৮ নভেম্বর পর্যন্ত কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তির রেজিষ্ট্রারে দেখা গেছে প্রায় ১০৫জন শিশু চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে বেশীর ভাগ এক মাস হতে পাঁচ বছরের শিশু রয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় সরেজমিনে কুতুবদিয়া সরকারি হাসপাতালে গেলে অধিকাংশ সিটে শিশু ডায়েরীয়া রোগী ভর্তি থাকার দৃশ্য চোখে পড়ে। এ সময় শিশু ওয়ার্ডে টহলরত আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাছান বলেন, আবহাওয়া পরির্বতনের ফলে গত দুই সপ্তাহ ধরে কুতুবদিয়া উপকূলে শিশু ডায়েরীয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এ রোগে শিশুরা আক্রান্ত হতে পারে। তার পাশাপাশি নিউমোনিয়া রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গির আলম চৌধূরী বলেন,সরকারিভাবে হাসপাতালে ডায়েরিয়া রোগীরা পর্যাপ্ত ঔষধ সরবরাহ রয়েছে। পরিচ্ছন্নকর্মী,আয়া, গার্ডের পদ শুন্য থাকায় বর্তমানে স্টাফ সল্পতার কারণে অস্থায়ী ভিত্তিতে বড়ঘোপ ইউনিয়ন পরিষদ কর্তৃক তিন জন আয়া কাজ করে যাচ্ছে।