টেকনাফে ডাকাতি-অপহরণের মূলহোতা দেলু ডাকাত আটক

শামসু উদ্দীন, টেকনাফ:
টেকনাফের ১০ জন কৃষক অপহরণের মামলার অন্যতম আসামী দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাতকে আটক করেছে পুলিশ।
সে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে।
সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে বাহারছড়ার তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্স শীলখালী পাহাড়ী এলাকার মুরার বাসায় অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেন প্রঃ দেলু ডাকাতকে আকট করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং ৫৬ তারিখ ২৮/৩/২৪ খ্রিঃ এর এজাহার নামীয় আসামসী। ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি,অপহরণ সহ আরো ৪টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বিভিন্ন অপহরণের সাথে তার জড়িত থেকে লোমহর্ষক বিভিন্ন অপহরণের ঘটনার বর্ণনা সহ ঘটনার বিষয়ে নিজের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছেন। এই অপহরণ চক্রের পিছনে আশ্রয়দাতাসহ সিন্ডিকেটের অন্যান্যা আসামীদের তথ্যসহ আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওসমান গণি সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীকে সংশ্লিষ্ট মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।