অর্ধকোটি টাকার সরকারী সম্পদ পুনরুদ্ধার !

হাটহাজারী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ সরকারি শিশু পরিবার কেন্দ্রের মালিকাধীন প্রায় অর্ধকোটি টাকার সরকারী সম্পদ অবৈধ দখল মুক্ত করেছেন।
সোমবার(১৯ অক্টোবর) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত চালানো অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
সূত্রে জানা যায়, বহু বছর ধরে ভুমিদস্যুরা সরকারী জমি গুলো অবৈধ ভাবে দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে বাণিজ্য চালিয়ে আসছিলো। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওইসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতকে হাটহাজারী মডেল থানা পুলিশ, শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আলমগীর, স্থানীয় ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা ভূমি অফিসের কর্মীরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধ এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।