অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

বাঁশখালীর জলকদর খালের চরে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ভাটায় থাকা ইট ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে নিলামে বিক্রি করে দেয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম,বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, রত্নপুর বিট অফিসার নুরুল আলম মিয়া ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন সহযোগিতা করেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার বলেন, অবৈধভাবে জলকদর খালের তীর দখল করে ইটভাটা স্থাপন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অবৈধ ইটভাটা উচ্ছেদ করে ইটসহ মালামাল ২ লাখ ১৬ হাজার ৩০০ টাকায় উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। এই টাকা থেকে শ্রমিক ও গাড়ি ভাড়া বাবদ ১৩ হাজার ৩০০ টাকা খরচ করা হয়েছে। বাকি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।