মেয়রের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল চট্টগ্রাম রোটারী ক্লাব অব চিটাগাং পার্ল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দীনের নিকট চসিক পরিচালিত করোনা আইসোলেশন সেন্টারের জন্য স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর করলেন চট্টগ্রাম রোটারী ক্লাব অব চিটাগাং পার্লের কর্মকর্তাবৃন্দ। আজ দুপুরে চসিক মেয়র দপ্তরে স্বাস্থ্য সরঞ্জাম গ্রহণকালে সিটি মেয়র বলেন, করোনা সংক্রমন ব্যাধিতে নিজেকে সুরক্ষা এবং অন্যদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পারষ্পরিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলে প্রধানমন্ত্রীর নির্দেশিত কার্যকরী পদক্ষেপ ও প্রণোদনা এবং নির্দেশনানুযায়ী নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করতে পারলেই সংকট থেকে উত্তোরণ করে আমারা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আমাদের দেশে যারা সমাজ হিতৈষী ও বিত্তবান আছেন তারা রোটরিয়ানদের মতো মানবীয় কাজকর্মে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। তিনি এজন্য চট্টগ্রাম রোটারী ক্লাব অব চিটাগাং পার্লের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, রোটারী ক্লাব অব চিটাগাং পার্লের ডিস্ট্রিক্ট গর্ভনর রোটারিয়ান পিপি শহীদুল্লাহ চৌধুরী, ডিস্ট্রিক্ট ডেপুটি গর্ভনর রোটারিয়ান পিপি এড. মোহাম্মদ রিজুয়ান, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর রোটারিয়ান পিপি আফতাপ উদ্দিন, ডিস্ট্রিক্ট এসেসটেন্ট গর্ভনর রোটারিয়ান পিপি অমরেশ বড়ুয়া চৌধুরী, রোটারিয়ান প্রেসিডেন্ট শিমুল বড়ুয়া, রোটারিয়ান সেক্রেটারী সপু বড়ুয়া, রোটারিয়ান শিমুল বড়ুয়া, রোটারিয়ান সজিব বড়ুয়া ডায়মন্ড, রোটারিয়ান পিপি শাওন পান্থ প্রমুখ উপস্থিত ছিলেন।