আকবর আলি খান আর নেই

দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান সত্যতা নিশ্চিত করেছেন।

এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার মাসুম বিল্লাহ জানান, পরিবারের লোকজন ওনাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইসিজির পরে রাত ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।