ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসে প্রাণঘাতী এক ভয়াবহ অভিযান পরিচালনা করেছে ইসরাইল। এই অভিযানে তারা ফিলিস্তিনের যোদ্ধাগোষ্ঠী ফাতাহ’র একজন উচ্চ পর্যায়ের কমান্ডারসহ মোট তিনজনকে হত্যা করেছে। এর ফলে সেখানে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। অনলাইন আল আরাবি বলেছে, আজ মঙ্গলবার দখলীকৃত পশ্চিম তীরের নাবলুসে এই অভিযান চালায় ইসরাইল। গাজা অপারেশনের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এই অভিযানে আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন। পশ্চিম তীরে ফিলিস্তিনি এই যোদ্ধাগোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে একতরফা হামলা চালিয়েছে ইসরাইল। এতে তাদের উদ্দেশ্য ও সময় নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে ইসরাইল তাদের এই অভিযানের বিষয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হিসেবে আখ্যায়িত করেছে। আগামী মাসে ইসরাইলে নির্বাচন হওয়ার কথা। তাতে উত্তেজনা সৃষ্টির সঙ্গে এসব মানুষ জড়িত বলে তাদের অভিযোগ।
আজ যাদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে আছেন ফাতাহ’র কমান্ডার ২৬ বছর বয়সী ইব্রাহিম নাবলুসি, ২৫ বছর বয়সী ইসলাম সুবোহ এবং টিনেজার ১৬ বছর বয়সী জামাল তাহা। তাদেরকে ফিলিস্তিনিরা দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের বীর হিসেবে দেখে। তাদের মৃত্যুতে ফিলিস্তিনিরা শোক পালন করছেন।











