গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।পাশাপাশি ডিএমপির প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়ির নিরাপত্তা জোরদার করতে বলেছেন তিনি। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম বাড়াতেও বলেছেন ডিএমপি কমিশনার। শনিবার ডিএমপির মাসিক অপরাধ সভায় ডিএমপি কমিশনার এসব নির্দেশনা দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে জঙ্গি তৎপরতা রোধে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপির জঙ্গিবিরোধী গণসংযোগ সপ্তাহে নগরীর বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং বিভিন্ন কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা। নিরাপত্তা জোরদারে এ সময় নানামুখী নির্দেশনাও দেয়া হয়।ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি নিউজিল্যান্ডের মসজিদ এবং শ্রীলংকায় গির্জা ও হোটেলে হামলার পরিপ্রেক্ষিতে ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে ডিএমপি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় যুগান্তরকে বলেন, জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে- এটা অস্বীকার করার উপায় নেই। এ আতঙ্ক দূর করার পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে গণসংযোগ সপ্তাহ পালন করা হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। জঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে।

ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা সূত্র জানায়, নাশকতার জন্য সব সময় জঙ্গিরা জনাকীর্ণ স্থানগুলোকে টার্গেট করে। তাই গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় সিসিটিভি সংখ্যা বাড়িয়ে সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে রাখতে বলা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন কমিশনার।বৈঠকে উপস্থিত একাধিক থানার ওসি বলেন, মোবাইল ডিউটি ও চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ‘অনগার্ডে’ থেকে দায়িত্ব পালন করতে হবে। কারণ গাবতলীতে চেকপোস্টে দায়িত্ব পালনের সময় জঙ্গিদের হামলায় দারুস-সালাম থানার এএসআই ইব্রাহিম নিহত হয়েছেন। সামান্য অসাবধানতায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই চেকপোস্টে ও মোবাইল ডিউটিতে পুলিশ সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালন করতে বলেছেন কমিশনার।

ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ডিএমপির জঙ্গিবিরোধী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ সপ্তাহ কর্মসূচি সফল হওয়ায় অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ কার্যক্রমে ডিএমপির শ্রেষ্ঠ ডিসি হিসেবে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকারকে পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, রমজান ও ঈদ সামনে রেখে মৌসুমি অপরাধীরা তৎপর হয়ে উঠে। বিশেষ করে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় থাকে অপরাধী চক্র। এসব অপরাধীর তৎপরতা রোধে পুলিশ সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। ঈদ কেন্দ্র করে ফুটপাত দখল করে হকাররা জনদুর্ভোগ তৈরি করতে পারে। তাদের তৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।