প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রলীগের আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার কারাবন্দি দিবস ১৬ জুলাই শনিবার। ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরতœ শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। আর সেই দিন থেকে প্রতি বছর আজকের এই দিনটাকে বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার কারাবন্দি দিবস হিসেবে পালন করা হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে কোতোয়ালী থানা ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর শাখা। সহ-সভাপতি এম এস আলম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় এই আলোচনা সভা পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি আজহার উদ্দিন মুন্না, তাজুউদ্দিন তাজু, রিপন ঘোষ, তন্ময় দাস রিন্তুু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, শওকত উসমান তানজির, সাংগঠনিক সম্পাদক শাহ কামাল রিমন, দপ্তর সম্পাদক মোঃ মুস্তাকীম তওসীফ, ধর্ম বিষয়ক সম্পাদক ইরশাদুল আমিন মিয়া জাহিদ, কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অপূর্ব বড়ুয়া, উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তানবির হোসেন জয়, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মাজেদুল আলম, উপ-নাট্য বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ২০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ওয়াহিদ আলি সোহান। এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাজেদ রিদুয়ান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, শুভ দাশ, প্রচার সম্পাদক সৌরভ পাল দুর্জয়, উপ-পাঠাগার সম্পাদক প্রনব শর্মা কৌশিক, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হাসনাত তানবির, সহ সম্পাদক আকাশ বিশ্বাস, তানভীর ছিদ্দিকী, সদস্য জাহিন মির্জা প্রমুখ।