মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাহাড়তলী বাজার শাখার উদ্যোগে মাসিক মাহফিল ও সুফি বৈঠক গত ১১ জুলাই ২০২২খ্রি. বাদে মাগরিব সংগঠনের রেলওয়ে স্কুল সংলগ্ন কার্যালয়ে সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভা-ারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ রাউজান শাখার সাবেক সদস্য সচিব, সাপ্তাহিক সুন্নিয়তের আলো পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সংগঠক স ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাসুদ রানা।
সভায় বক্তারা বলেন, মাইজভা-ারী শরাফতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবপ্রেম। এখানে মানবপ্রেমকে সর্বাগ্রে প্রধান্য দেয়া হয়েছে। খোদাপ্রাপ্তির মূল হিসেবে মানবতার সেবাকে চিহ্নিত করে মাইজভা-ারী আশেকানরা মহান মুর্শিদের প্রেমে আত্মহারা। বক্তারা সকল মাইজভা-ারী আশেকানদের মানবপ্রেমে উজ্জীবিত হয়ে মাইজভা-ারী তরিকতের খেদমতে এগিয়ে আসার আহ্বান জানান।
মাহফিল অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আশেকানে হক ভান্ডারী মোহাম্মদ নুরুল ইসলাম, আবদুল মতিন, মো. ইমান আলী, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ দিদার, মোহাম্মদ শফিক, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ আজিম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ আল আমিন, মো. শাফিয়াল রুদ্র, মো. মনজুর হোসেন, মো. আবদুল মোতালেব, মো. জাফর আলী, মো. সেলিম, শ্রী নিরঞ্জন দাশ, মো. পেয়ার, মো. নাছির উদ্দিন, মো. জাহাঙ্গীর কবির, মো. সাজিদ, মো. তাসির ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. আবদুল মান্নান, গাজী আবদুল্লাহ প্রমূখ।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া, জিকির আজকার, মিলাদ-ক্বিয়াম ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। সবশেষে ছেমা মাহফিল ও তবারুক বিতরণ করা হয়।











