আবারও বন্দুক হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডে সোমবার এ হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। জানা গেছে, একটি দোকানের ছাদ থেকে গুলি চালায় ওই বন্দুকধারী। প্যারেড তখন তার ঠিক নীচ দিয়ে যাচ্ছিল।
ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, ২২ বছরের এক যুবককে এরইমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। রবার্ট ক্রিমো নামের ওই যুবক গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পরই তিনি পালিয়ে যান এবং প্রায় এক ঘণ্টা ধরে খোঁজার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তবে বিবিসির খবরে জানানো হয়েছে, এখন পর্যন্ত ক্রিমোর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। এই হামলার উদ্দেশ্য কি তাও স্পষ্ট নয়। ক্রিমোর সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট ঘেটে জানা গেছে, তিনি মূলত র্যাপ ভিডিও পোস্ট করে থাকেন।
এ হামলা নিয়ে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার বলেন, ভয়ংকর ঘটনা।
উৎসবেও গুলি চললো। গুলিচালনার ঘটনা প্লেগের মতো ছড়াচ্ছে। তিনি আরও বলেন, আমি অসম্ভব ক্ষুব্ধ। এরকম হওয়ার ছিল না। আমরা যখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করছি, সেখানেও গুলি চললো। গুলি করে মানুষের মৃত্যু তো সাপ্তাহিক ঘটনা হয়ে গেছে।
জানা গেছে, প্যারেড শুরু হওয়ার পরেই গুলি শুরু করেন ক্রিমো। সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাজনা বাজাতে বাজাতে যাচ্ছেন প্যারেডে সামিল মানুষ। অনেকে রাস্তার ধারে বসে মোবাইলে ছবি নিচ্ছেন। এমন সময় গুলি চলতে শুরু করে আর মানুষ দৌড়ে পালাতে থাকেন। তবে ঘটনাস্থলে পুলিশ দ্রুতই পৌঁছে যায়।
পুলিশ প্রধান ক্রিস ও’নিল জানান, সঙ্গে সঙ্গে অন্তত দুই ডজন মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ছয়জনকে মৃত বলে জানানো হয়। শিকাগোর এই অঞ্চলে স্বাধীনতা দিবস পালনের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেন, বন্দুক হামলা নিয়ে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন শোকস্তব্ধ।











