পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন পবিত্র হজ্ব পালন করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
তিনি রবিবার ভোর ৩ টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে  সস্ত্রীক চট্টগ্রাম ত্যাগ করেন। এক মাস সৌদি আরবে পবিত্র হজ্ব পালন শেষে তিনি দেশে ফিরে আসবেন।
পবিত্র হজ্ব পালন করতে যাওয়ার আগে নগরীর বাদশা মিয়া সড়কস্থ বাসায় তার সাথে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা সাক্ষাৎ করেন। এসময় তিনি বলেন, একজন মুসলমান হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। এই হজ্ব পালনে যাওয়ার আগে সকল শুভানুদ্ধায়ীদের সাথে সাক্ষাত করা সম্ভব হয়নি। তাই সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রর্থনা করব।